আবার আপনি লিংক ব্লক খেয়েছেন কিন্তু আপনি জানেন না যে, কিভাবে ফেসবুকে ব্লক হওয়া লিংক আনব্লক করবেন? তাহলে চলুন আর দেরি না করে লিংক ব্লক হওয়ার প্রধান কারণগুলো আমরা জেনে নিই।
আমরা সকলেই জানি, বিশ্বে ফেসবুক হল একটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম। এখান থেকে খুব সহজেই যে কোন একটি ওয়েবসাইটের মধ্যে খুব সহজেই ট্রাফিক নিয়ে আসা যায়। কিন্তু মাঝে মাঝে ফেসবুক আমাদের ওয়েবসাইটের লিংক ব্লক করে দেয়।
বিশেষ করে আমাদের মধ্যে যারা নতুন ব্লগিং শুরু করেছেন অথবা নতুন ব্লগার রয়েছেন তারা ভিজিটর পাওয়ার জন্য খুব বেশি লিংক শেয়ার করে থাকেন। এবং একসময় দেখা যায় যে ফেসবুক লিংক শেয়ারের ফলে তাদের লিংকটিকে ব্লক করে দেয়।
ফেসবুক ওয়েবসাইটের লিংক ব্লক করে দেয়ার ফলে আমরা কোনভাবেই ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে আর ভিজিটর নিতে পারিনা। এই সমস্যাটি আমাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে।
ফেসবুকে লিংক ব্লক হওয়ার কারণ কি?
ফেসবুকে লিংক ব্লক হওয়ার কতগুলো কারণ রয়েছে যেমন:
- একই লিংক বারবার শেয়ার করা।
- ফেসবুকে স্পেম করলে।
- শেয়ার করা লিংকে একাধিক ব্যক্তি রিপোর্ট করলে।
- মিথ্যা অথবা ভুয়া তথ্য শেয়ার করার ফলে।
- কপিরাইট কনটেন্ট শেয়ার করলে।
ফেসবুক যদি একবার আপনার লিংকটি ব্লক করে দেয় তাহলে সেটি আনব্লক করা একেবারেই অসম্ভব। তাহলে আপনি কিভাবে ফেসবুকে ব্লক হওয়া লিংক আনব্লক করবেন?চলুন জেনে নেই কিভাবে ফেসবুকে ব্লক হওয়া লিংকগুলো আনব্লক করবেন।
- একই লিংক বারবার শেয়ার করা যাবেনা।
- ফেসবুকে কোন প্রকার স্পেম করা যাবে না।
- আপনার শেয়ার করা লিংক যেন অন্যের বিরক্তির কারণ না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কারণ যদি একজন আপনার লিংক শেয়ারের উপর বিরক্ত হয় তাহলে সে আপনার লিংকটিকে রিপোর্ট করতে পারে।
- মিথ্যা ,অথবা ভুয়া তথ্য শেয়ার থেকে বিরত থাকতে হবে।
- কপিরাইট কনটেন্ট শেয়ার বিরত থাকতে হবে।
ফেসবুকে লিংক ব্লক হয়ে গেলে সেই লিঙ্ক আনব্লক করার কোন উপায় নেই। যা একটি উপায় আছে সেটি হলো প্রতিরোধ। অর্থাৎ আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন, ফেসবুক আপনার লিঙ্ক ব্লক করে না দেয়।
ভাইয়া আমার www.rohosso.xyx এই ওয়েবসাইট ফেসবুকে ব্লক হয়েছে। আমি শেয়ার করেছিলাম কিন্তু আমাকে দয়াকরে বলবেন কোথায় শেয়ার করলে ব্লক হনে না। প্লিজ ভাইয় বলেন
ReplyDeleteapni aki link fb te bar bar share korechen. Fole facebook atake spam hisebe dhorse.. Ata unblock korar tamon kono upay nei.. apni apnar site er jonno medium.com e account khule sheikhane post share korun. apnar akta backlink o hobe + Khub valo visitor o paben
Deleteভাইয়া আমি যদি আরেকটা ওয়েবসাইট তৈরি করে আমার প্রফাইলে একটা পোস্ট যদি একবার শেয়ার করি তাহলে কি ব্লক করবে। দয়াকরে বলুন ভাই।
Deletena bro tahole kono problem hobena.. r apni jodhi blogger website e block kheye thaken tahole domain add korle unblock hoye jabe .... kono jaygay spam korbenna... tahole block hobena,, spam korle link block hobe
Delete
ReplyDeleteInternet offer
Very informative post! We Are Helpful For This Article.Thanks for Posting.
ReplyDeleteCheck Here
Bangla Date Today: Today’s Bangla date is a trending topic currently in the World for Bengali Language speaking people.
ReplyDeleteAre you looking for today’s Bangla Date? Then you are on the right place. On this website we are going to update Bangla date according to Bengali calendar.
Bangla Date Today
Post a Comment